চার্জিং বুল

চার্জিং বুল (Charging Bull, the Wall Street Bull or the Bowling Green Bull) ম্যানহাটানের বওলিং গ্রীনে ব্রোঞ্জ নির্মিত এই বিশাল ষাঁড়ের মুর্তটি দেখে যে কেউ চমকে যাবে। মনে হবে এই বুঝি ছুটে আসলো আমার দিকে।এই ভয়াবহ সুন্দর বোঞ্জ মুর্তি নিউ ইয়র্ক সিটির অন্যতম ট্যূরিষ্ট আকর্ষণ। মজার ব্যাপার হচ্ছে এই মহামূল্যবান মুর্তিটি একেবারে বিনে পয়সায় আমেরিকানদের…

Details

নাইন-ইলেভেন মেমোরিয়াল

নাইন–ইলেভেন মেমোরিয়াল নাইন–ইলেভেন মেমোরিয়ালের অফিশিয়াল নাম দ্য সেপ্টেম্বর ইলেভেন মেমোরিয়াল এন্ড মিউজিয়াম।  ২০০১ সালের সেপ্টেম্বরের এগারো তারিখ পর পর দুটো প্যাসেঞ্জার বিমান নিউ ইয়র্ক সিটির প্রানকেন্দ্র গ্রিনীচ স্ট্রীট সংলগ্ন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশাপাশি দুটো ভবনে সরাসরি আঘাত করে পরে সেগুলো পুরোপুরি গুড়িয়ে যায়।  আমেরিকান এয়ারলাইন্সএর একটি বোয়িং সেভেন–সিক্স–সেভেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের প্রথম ভবনের (WTC-1) ৯৪–৯৮…

Details

নিউ ইয়র্ক নিউ ইয়র্ক – ১

নিউ ইয়র্ক নিউ ইয়র্ক – ১ (Cruise to Staten Island) অগাষ্ট ৬, ২০১৯ পায়ে হেঁটে নিউ ইয়র্ক সিটি সেন্টারে ঘুরে বেড়িয়েছি বহুক্ষন। (ধন্যবাদ জয়া মা, ধন্যবাদ জামাই বাবা বেলাল) বেলাল আমাদের নাই ইলেভেন মেমরিয়াল তথা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে ড্রপ করে দিয়ে গেলো। আমরা বলতে আমি, ভাতিজি জয়া, নাতি রাফসান এবং নাতনী নাজাহ্। প্রথমে নাইন…

Details

নিউ ইয়র্ক নিউ ইয়র্ক – ২ 

(Manhattan Financial District, Downtown NYC – Dinner in ‘the City’ hut – Brooklyn bridge night-walk) অগাস্ট ০৬, ২০১৯ স্টেটেন আইল্যান্ড থেকে ফিরে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটান অংশের টার্মিনাল থেকে বেরিয়ে বোওলিং গ্রীন সাবওয়ে স্টেশন বাঁয়ে ফেলে  আমরা চারজন আবার ব্রডওয়েতে উঠে এলাম। আমরা চারজন বলতে আনোয়ার ভাইয়ার মেয়ে জয়া, নাতি রাফসান, নাতনী নাজাহ্ আর আমি।…

Details

নিউ ইয়র্ক নিউ ইয়র্ক – ৩

স্ট্যাচ্যূ অফ লিবার্টি, লিবার্টি আইল্যান্ড এবং এলিস আইল্যান্ড Manhattan – Battery Park – Castle Clinton – The ticket booth নিউ ইয়র্ক সিটি। আগুন ঝরাচ্ছে যেন সূর্য্য।  নিউ ইয়র্ক সিটি। দুপুর ১২টায় আমি আর জয়া ফোর্ট ক্লিন্টনের বাইরে বিশাল কিউতে দাঁড়িয়ে আছি,  স্ট্যাচু অফ লিবার্টি আর এলিস আইল্যান্ড যাবার জন্য টিকেট কাটতে হবে। ফোর্ট ক্লিনটন ম্যানহাটানের…

Details

নিউ ইয়র্ক নিউ ইয়র্ক – ৪

এলিস আইল্যান্ড, নিউ ইয়র্ক ন্যাশণাল মিউজিয়াম অফ ইমিগ্রেশন আমেরিকার স্বপ্নদুয়ার স্ট্যাচ্যূ অফ লিবার্টি এবং লিবার্টি আইল্যান্ড সফর শেষে সেখান থেকে যে শীপে করে এলিস আইল্যান্ডে এলাম তার নাম মিস্ নিউ ইয়র্ক। এর আগে নিউ ইয়র্ক সিটি থেকে লিবার্টি আইল্যান্ডে যাবার জাহাজের নাম ছিলো লেডি লিবার্টি। জাহাজগুলোর ‘লেডি’ ‘মিস্’ এসব নাম দেখে মনে হচ্ছিলো আমি লুতুপুতু…

Details

ইউরোট্রিপ ২০২৩ – ১

বর্ডার পেরিয়ে ফ্রান্স হয়ে বেলজিয়াম ইউরোপ বেড়াতে যাবার সবচেয়ে আরামদায়ক পথ হল ট্রেন। সবচেয়ে সস্তা উপায় ফ্লাইট, আর সবচেয়ে স্বাধীন পন্থা ড্রাইভিং। স্বাধীন বলছি এজন্য, যাবার পথে যেখানে ইচ্ছা থামা যায়, ছোটখাট পছন্দের জায়গা ঘুরে দেখা যায়। বহু বছর ধরে গাড়ি চালাই, কিন্তু কখনো রং সাইডে গাড়ি চালাতে যাই নি। রং সাইড বলছি কারণ ব্রিটেনে…

Details