ডাঃ রোহন ইমতিয়াজ

২৫ জানুয়ারী ২০১৯

কান্তার সাথে আমার বিয়ের সময় রোহন মাত্র বিডিএস ফার্স্ট ইয়ারের ছাত্র। পাশ করার পরপরই রোহন গ্রামের বাড়ী ভোজেষ্বর, শরীয়তপুরে চেম্বার করে নিয়মিতভাবে সেবা দিয়ে আসছে। সুশিক্ষিত আধুনিক রোহন রাজধানীতে বসে দ্রুত ধনী হবার সুযোগ না নিয়ে গিয়েছে নিজ গ্রামে যাতে নামমাত্র মূল্যে স্থানীয়দের চিকিৎসা সেবা দিতে পারে। এখন সে ৭ বছরের আভিজ্ঞ ডেন্টিস্ট। ডাঃ নাফিজ ইমতিয়াজ রোহন, আমার সেই ছোট্ট একমাত্র শালাবাবু এখন একজন বড় ডেন্টিস্ট। ঢাকা এবং নিজ গ্রামে দাঁতের চিকিৎসা সেবা দিয়ে আসছে। নিজ গ্রামবাসীদের প্রতি রোহনের এই কমিটমেন্ট দেখে এলাকাবাসী আনন্দিত এবং মুগ্ধ। ডাঃ রোহন ইমতিয়াজ তার নিজ গ্রাম শরীয়তপুর ভোজেষ্বরের একটি জনপ্রিয় মুখ, ভোজেষ্বর মাতবর বাড়ীর একটি উজ্জ্বল নক্ষত্র। রোহনের আজকের এই সাফল্যের জন্য দুজন মানুষের অনেক অনেক বড় অবদান রয়েছে। তাঁরা হলেন রোহনের বাবা মা জনাব আবদুস সোবহান মাতবর আর মিসেস নাজমা সুলতানা, আমার শশুর এবং শাশুড়ী। তাঁদের দোয়ায় রোহন ভবিষ্যতে আরো ভালো করবে ইনশা আল্লাহ্।

২৫ জানুয়ারী ২০১৯ থেকে ডাঃ রোহন ঢাকায় নিজ বাসার পাশে নিজস্ব আরেকটি চেম্বার খুলেছে যেখানে সে নিজে এবং আরো ডেন্টিস্ট নিয়ে ফুলটাইম চেম্বার ম্যানেজ করবে। গ্রামের রোগীদেরও সেবা করে যাবে সেই আগের নিয়মে, সাপ্তাহে চার দিন।

মৃদুভাষী, সুভদ্র এই রোহন নামের ছোট ভাইটি আমি যতবার দেশে এসেছি সব সময় পাশে থেকেছে, কখনও কোন সমস্যায় পড়তে দেয় নি। যো কোন সাপোর্ট বা সহায়তা, ছোট কিংবা বড় যা চেয়েছি, যেভাবে চেয়েছি, রোহনের কাছ থেকে পেয়েছি।

আমি রোহনের জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করি এবং তার জীবনের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post comment